সাতক্ষীরা সংবাদদাতা : ইছামতি নদীর ভারতীয় সীমান্ত থেকে তরিকুল ইসলাম গাজী (৪৫) নামে এক বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে দেশের পুলিশের সহায়তায় তার মৃতদেহ শনিবার দুপুর ২টায় বাংলাদেশে আনা হয়।

সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান দ্য রিপোর্টকে জানান, সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাদল গাজীর ছেলে তরিকুল ইসলাম ইছামতি নদীতে শুক্রবার রাতে মাছ ধরতে যান। পরে তার মৃতদেহ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ছোলাদানা এলাকায় ভাসতে দেখে ভারতীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ভারতীয় পুলিশের সহায়তায় তার মৃতদেহ শনিবার দুপুর ২টার দিকে বাংলাদেশে আনা হয় বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) ইনামুল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসবি/সা/জানুয়ারি ০৪, ২০১৪)