ভোটারদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান জাফরের
দ্য রিপোর্ট প্রতিবেদক: জনগণকে প্রহসনের নির্বাচন বয়কট ও ভোটের দিন ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের (কাজী জাফর-মসীহ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও মহাসচিব গোলাম মসীহ।
গণমাধ্যমে শনিবার বিকেলে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল (রবিবার) বাংলাদেশের ‘কলঙ্ক তিলক’ প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য শাসক দল অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তি যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করবে।
জাতীয় পার্টির একাংশের এই শীর্ষ দুই নেতা বলেন, ‘ভাবতে অবাক লাগে, যখন এই নির্বাচন অনুষ্ঠানের অপপ্রয়াস চলছে সে সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গৃহবন্দি। কয়েক প্লাটুন পুলিশ ও বালুর ট্রাকের বেষ্টনি দিয়ে তার স্বাভাবিক গতিবিধির স্বাধীনতা এবং মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
তারা বলেন, ‘বিরোধীদলীয় নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জনগণকে এই নির্বাচন প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের এই বয়কট অভিযানে অংশগ্রহণ করতে নির্দেশ দিচ্ছি।’
(দ্য রিপোর্ট/সাআ/এসকে/সা/জানুয়ারি ০৪, ২০১৪)