দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের নাগাল্যান্ডে অজ্ঞাতপরিচয় নয়জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে দিমাপুরের কাছে পাচাসপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ সব মৃতদেহ স্তূপ করে রাখা ছিল এবং তাদের প্রত্যেকেরই হাত শরীরের পেছনে বাঁধা ছিল।

তাদের অন্তত দুই সপ্তাহ আগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এক উর্ধতন পুলিশ কর্মকর্তা। নিহতদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলেও জানান তিনি।

তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/সা/জানুয়ারি ০৪, ২০১৪)