লেবাননের কারাগারে আল-কায়েদার শীর্ষ নেতার মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক: আল-কায়েদার শীর্ষ নেতা মজিদ আল-মজিদ শনিবার লেবাননের একটি কারাগারে মারা গেছেন।
লেবানন সেনাবাহিনীর একজন জেনারেল নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিডনি অকার্যকর হয়ে যাওয়ায় বৈরুতের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
সৌদি আরবের নাগরিক মজিদ আব্দুল্লাহ আজম ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। তিনি সৌদি আরবের মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় ছিলেন। সম্প্রতি তাকে লেবাননে গ্রেফতার করা হয়।
মজিদ গত বছরের নভেম্বর মাসে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত ইরানের দূতাবাসে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় ২৩ জন নিহত হয়। সূত্র: বিবিসি, এপি।
(দ্য রিপোর্ট/কেএন/এসকে/সা/জানুয়ারি ০৪, ২০১৪)