চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে ০৫ জানুয়ারি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় তিন ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে শনিবার বিকাল ৪টায় তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান দ্য রিপোর্টকে জানান, ভাটিয়ারি বাজারে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি ইরফানুল হাসান রকি, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন, আজিজুল হাকিম নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করছিল। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/জেএম/সা/জানুয়ারি ০৪, ২০১৪)