যশোরে ৫ কেন্দ্রে বোমা হামলা, গাড়িতে আগুন : আহত ১২
যশোর সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনের যশোর-৪ আসনের অভয়নগরে দুটি ভোটকেন্দ্রে ও যশোর-৫ আসনের তিনটি ভোটকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ আনসার সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ হোসেন দ্য রিপোর্টকে জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রাস সৃষ্টির লক্ষ্যে এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও যৌথবাহিনী টহল অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলেছে।
এ দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবুল খায়ের বিশ্বাসের বাড়ি ও ভাটপাড়া গ্রামের ঋষিপাড়ায় বিষ্ণুপদ দাসের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে তাদের গোয়াল ঘর পুড়ে গেছে ও অগ্নিদগ্ধ হয়েছে দুটি গরু।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার প্রেমবাগ স্কুল ও চাপাতলা মাদ্রাসা ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ দিকে মণিরামপুর উপজেলার গোপলপুর, হরিদাশপুর ও জয়পুর উত্তরপাড়ায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে তিনজন আহত হয়েছেন।
এ ছাড়া উপজেলার চান্দুয়া সমসকাটি গ্রামে পুলিশের টহল মাইক্রোবাসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশ, আনসার ও মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন।
সহাকারী পুলিশ সুপার (খ সার্কেল) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে গেছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/জেএম/সা/জানুয়ারি ০৪, ২০১৪)