সিলেট অফিস : সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে মাত্র দুটিতে রবিবার জাতীয় নির্বাচন হচ্ছে। সিলেট-২ ও ৪ আসনে মূলত এ নির্বাচন হবে। অন্য চারটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকয় আওয়ামী লীগ-জাপার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তবে যে দুটি আসনে নির্বাচন হচ্ছে তাতে কোনো প্রাণ নেই। এরপরও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে।

খোদ স্বতন্ত্র দুজন প্রার্থীই এ অভিযোগ আনেন। তবে এ সব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দ্য রিপোর্টকে সাফ জানিয়ে দিয়েছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

তিনি বলেন, কে, কোথায় বললো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে তার কোনো ভিত্তি নেই। কারণ এ বিষয়ে তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি।

সিলেটের দুটি সংসদীয় আসনে ২৪৭ ভোট কেন্দ্রের মধ্যে ১২৫টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাই এ সব কেন্দ্রের প্রতিও বিশেষ নজরধারী রেখেছে নির্বাচন কমিশন।

ভোট কেন্দ্রে সহিংসতার শঙ্কাও আছে প্রার্থীদের মাঝে। ইতোমধ্যে সিলেটের জৈন্তাপুরে শুক্রবার গভীর রাতে দুটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ কারণে অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এ ছাড়া নির্বাচনের দিন রবিবার ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণেও সাধারণ ভোটারের মাঝে আতঙ্ক কাজ করছে। তবে নির্বাচনে দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটাতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ ব্যাপারে যথেষ্ট সতর্ক আছে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসাইন।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেটে পরিস্থিতি অনেক ভাল বলে মন্তব্য করেন অতিরিক্ত ডিআইজি।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি সদস্যরা। আর প্রয়োজন পড়লে বিভিন্ন উপজেলায় অবস্থান নেওয়া সেনা সদস্যদেরও ডাকা হবে বলে অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসাইন দ্য রিপোর্টকে জানান।

সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (আনারস)। এর মধ্যে মুহিবুর রহমান বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়ে জাতীয় নির্বাচনে লড়ছেন। এখন তিনি তার প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর প্রতি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলছেন। মুহিবুর অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা ইয়াহইয়াকে মাহজোট প্রার্থী হিসেবে জনসম্মুখে উপস্থাপন করেছেন। যে কারণে তিনি তার বিজয় ছিনিয়ে নেওয়ারও আশঙ্কা করছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে মুহিবুর রহমান এ অভিযোগ তুলে ধরেন।

একই অভিযোগ করেন সিলেট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ। তিনি আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদের বিরুদ্ধে পেশী শক্তিসহ সাধারণ ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেন। তাই দুটি আসনের দুই স্বতন্ত্র প্রার্থী এ রকম স্পর্শকাতর অভিযোগ তোলায় নানা প্রশ্নও চলে আসছে নির্বাচনী ময়দানে।

সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৪ হাজার ২২ জন। এ ছাড়া এ আসনের ১৩০ কেন্দ্রের মধ্যে ৯৭ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সিলেট-৪ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৩০ হাজার ৬৭ জন। সিলেট-৪ আসনের ১১৪ কেন্দ্রের মধ্যে ২৮টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে দুটি সংসদীয় এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। রবিবারই ভাগ্য নির্ধারণ হবে কে পড়ছেন বিজয় মাল্য!

সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী ঘরনার) ফারুক আহমদ (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/জানুয়ারি ০৪, ২০১৪)