দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানা এলাকার কয়েকটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া পায়নি।

শনিবার রাত পৌনে ৯টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণ সম্পর্কে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী দ্য রিপোর্টকে ককটেল বিস্ফোরণের ঘটনা অস্বীকার করে জানান, এই থানার কয়েকটি ভোট কেন্দ্রের সামনে কিছু পটকা ফুটেছে। তবে এখানে ককটেল বিস্ফোরণ ঘটে নাই।

বর্তমানে এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/জেএম/জানুয়ারি ০৪, ২০১৪)