সিরাজগঞ্জে ১৮ দল-আ.লীগ সংঘর্ষ, আহত ১০
সিরাজগঞ্জ সংবাদদাতা : ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা এলাকায় ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
এছাড়া সংঘর্ষ চলাকালে ৬টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ১টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুর ১টার দিকে ১৮ দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে শালুয়াভিটায় একটি মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষের সময় ১৮ দলীয় জোটের সমর্থকদের ৪টি ও আওয়ামী সমর্থকদের ২টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/জেএম/জানুয়ারি ০৪, ২০১৪)