মনোহরগঞ্জে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই, গুলিবিদ্ধ ২
কুমিল্লা সংবাদদাতা : জেলার মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
তবে পুলিশের গুলির মুখে নির্বাচনের সকল সরঞ্জাম নিতে না পারলেও কয়েকটি ব্যালট বাক্স নিয়ে যায় বিএনপি ও জামায়াতকর্মীরা।
উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া হামলায় পুলিশ ও আনসারের দুই সদস্য আহত হন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেয় বিএনপি ও জামায়াতের প্রায় শতাধিক নেতাকর্মী। এ সময় তারা পরপর অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করেন। এতে সরসপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুর রহমান মানিকসহ অপর এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন জানান, আমরা একটি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে আইশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ চৌধুরী এ বিষয়ে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় পুলিশ ও আনসারের দুই সদস্য আহত হয়েছেন।
(দ্য রিপোর্ট/জেপি/এমএআর/জানুয়ারি ০৪, ২০১৪)