দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর ও রায়েরবাজার থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-২।

সিটি কর্পোরেশন মার্কেটের ছাদের উপর থেকে শনিবার সোয়া ১০ টার দিকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

দ্য রিপোর্টকে র‌্যাব-২ অপারেশন অফিসার এএসপি রায়হান উদ্দিন খান জানান, শনিবার সারা দিন অভিযানে বের হয় র‌্যাব-২ এর সদস্যরা। শনিবার রাতে দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কর্পোরেশন মার্কেটের ছাদের উপর থেকে অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/ডি/এমএইচও/জানুয়ারি ০৫, ২০১৪)