ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও সদর উপজেলায় অতর্কিত হামলা চালিয়ে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের ছেপড়ি কুড়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত প্রিজাইডিং অফিসার জবায়দুল হক সালন্দর কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ অফিসারের একটি ও আনসারের একটি রাইফেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই পুলিশ ও আনসারকে পিটিয়ে জখম করে।

আহত পুলিশ অফিসারের নাম জাহিরুল ইসলাম ও আনসার সদস্যর নাম জাহাঙ্গীর আলম। তারা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এআইএম/জেএম/জানুয়ারি ০৫, ২০১৪)