সিলেট অফিস : ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় পিকেটারদের ধাওয়া খেয়ে একটি ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকটিতে আগুন ধরলে ট্রাক চালকের সহকারী আহত হন।

তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী ট্রাকটি তেলিবাজার এলাকায় পৌঁছামাত্র পিকেটাররা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে, ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এরপরই ট্রাকটিতে আগুন ধরে সামনের অংশ পুড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালকের সহকারী অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ নিয়ে যান।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)