গাজীপুর সংবাদদাতা : গাজীপুর কালিয়াকৈর থানার গরু ভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালক নুরুজ্জামান (২৮) অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। রাত সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

সফিপুর এলাকায় শনিবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক নুরুজ্জামানের পিতার নাম জয়নাল আবেদিন। তিনি নরসিংদী জেলার মিবপুর থানার মোহরপাড়া গ্রামে বাস করতেন।

নিহতের সঙ্গে থাকা অপর ট্রাক চালক মোয়াজ্জেম হোসেন দ্য রিপোর্টকে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১৭টি গরু নিয়ে টাঙ্গাইল থেকে নরসিংদী যাওয়ার পথে সফিপুর আসলে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে চালক নুরুজ্জামান অগ্নিদগ্ধ হন।

তাকে প্রথমে সফিপুর আনসার একাডেমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।অবশেষে রাত সোয়া ৫টার দিকে সে মারা যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/জেএম/এনআই/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৩)