দিনাজপুরে সংঘর্ষে বিএনপি নেতা নিহত
দিনাজপুর সংবাদদাতা : জেলা সদর উপজেলার নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার রাত ১টায় হামলা চালায় জেলা বিএনপির সমর্থকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বাবুল হোসেন (৩৮) নামে এক বিএনপি নেতা নিহত হন।
দ্য রিপোর্টকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোকসেদুর রহমান দ্য রিপোর্টকে জানান, বাবুল হোসেন চেহেল গাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি।
(দ্য রিপোর্ট/এমআর/এমএইচওজিানুয়ারি ০৫, ২০১৪)