লক্ষীপুরে ব্যালট বাক্স ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন
লক্ষীপুর সংবাদদাতা : লক্ষীপুরের কমলনগরে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার পাটারীরহাট ইউনিয়নের দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক মুন্সী দ্য রিপোর্টকে জানান, দেড় থেকে দুইশজনের একদল সশস্ত্র লোক হঠাৎ করে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা পুলিশের রিকুইজিশন করা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীরা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কক্ষে প্রবেশ করে সবকটি ব্যালট বাক্স ভাঙচুর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমআরএস/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)