মেহেরপুরে পৃথক দুটি স্থানে বোমা বিস্ফোরণ
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি স্থানে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম দ্য রিপোর্টকে বোমা বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানান, ভোট কেন্দ্র থেকে অনেক দূরে মাঠের মধ্যে বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে নির্বাচনী ভোট কেন্দ্রের কাছাকাছি কোন ধরণের নাশকতা ঘটানোর চেষ্টা করেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আমতৈল গ্রামের মাঠের মধ্যে কয়েকটি ও একই উপজেলার শালদহ মাঠের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
(দ্য রিপোর্ট/এনআর/এমএইচও/জানুয়ারি ০৫, ২০১৪)