চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে বোমা বিস্ফোরণের পর পুলিশ অভিযান চালিয়ে ৪৪টি হাত বোমা উদ্ধার করেছে।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, অভিযান চালিয়ে বাকলিয়া এলাকায় ৪০টি ও জামালখান এলাকা থেকে আরো চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন দ্য রিপোর্টকে জানান, রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া আব্দুল্লাহ আল নোমান কলেজের সামনে থেকে ৪০টি হাত বোমা ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। হাত বোমাগুলো একটি ব্যাগে ভরা ছিল বলে জানান তিনি।

তিনি জানান কোতোয়ালি থানাধীন জামালখান ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আরো চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)