সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথের (সিলেট-২) ১০টি গ্রামে একযোগে প্রায় ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, এ রকম খবর পুলিশ পেয়েছে। তবে কারা এ সব ঘটিয়েছে তা জানা যায়নি। তিনি জানান দুর্বৃত্তরা আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)