খুলনায় পুলিশ-শিবির সংঘর্ষ
খুলনা সংবাদদাতা : খুলনা মেডিকেল কলেজ গেট এলাকায় সোমবার সকাল সোয়া ৮টায় জামায়াত শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ২০/২৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশের এক উপপরিদর্শকসহ আহত হন ২০ শিবিরকর্মী।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ অতর্কিত শিবিরকর্মীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে শিবির নেতা ফেরদাউসুর রহমান সোহাগ ও নাজমুল হুসাইনসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতরা অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, সোয়া ৮টার দিকে শিবির মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি করিমনগর এলাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
তিনি আরো জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। তাদের হামলায় এসআই সালাউদ্দিন আহত হন। ঘটনাস্থল থেকে সোনাডাঙ্গা থানা শিবিরের সভাপতি সাইফুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে।
(দিরিপোর্ট২৪/এসএইচ/এইচএস/এমএআর/অক্টোবর ২৮, ২০১৩)