কক্সবাজারে গাড়িতে আগুন ও ভাঙচুর
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার শহরে শনিবার সন্ধ্যার পর থেকে সহিংসতা শুরু করেছে দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়কে লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ ও প্রধান সড়কের ফায়ার সার্ভিস এলাকায় অটোরিকসায় অগ্নিসংযোগ করেছে তারা।
সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটার ও টেকপাড়ার বামির্জ মার্কেট প্রধান সড়কে ঝটিকা মিছিল করে ২০টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানিয়েছেন, রাত ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ৩ তলায় অবস্থিত জেলা নিবার্চন কার্যালয়ে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে।
কক্সবাজার থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন এবং ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
(দ্য রিপোর্ট/এসএএম/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)