ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২
ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা হেলালুদ্দিন আহমেদ (৩০) তার দুই ভাইকে নিয়ে গোপালগঞ্জ জেলায় যাচ্ছিলেন।
দুপুরের দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জিয়াখালী এলাকায় পৌঁছার পর মোটর সাইকেলের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এ সময় মোটর সাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহী হেলালুদ্দিন আহমেদ মারা যায়। আহত রাজু (২৪) ও মানিক (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এসএইচ/এআইএম/ জানুয়ারি ০৫, ২০১৪)