ফেনী সংবাদদাতা : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর পল্লী বিদ্যুৎ এলাকাসহ মহাসড়কের বিভিন্ন অংশে ৩টি ট্রাকে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একই সময় শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পিকেটাররা।

এ সময় তারা একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর ও একটি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দেয়। পিকেটাররা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কসহ শহরের বিভিন্ন সড়কে ককটেল ফাটানো ছাড়াও নির্বাচনী এলাকা দাগনভূঁঞা ও সোনাগাজী উপজেলার ভোট কেন্দ্রের আশপাশে থেমে থেমে ককটেল ফাটিয়ে আতংকের সৃষ্টি করছে।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)