কক্সবাজার সংবাদদাতা : দেশের সর্ব দক্ষিণ-পূর্বের সীমান্ত উপজেলা টেকনাফে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কয়েকটি কেন্দ্র ঘুরে পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেলেও কোনো নারী ভোটার দেখা যায়নি।

কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, উখিয়া-টেকনাফ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১১৪। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৬০৫ ও পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৫০৯ জন।

এর মধ্যে উখিয়া উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৪৫ জন ও টেকনাফে ১ লাখ ২৬ হাজার ৬৬৯ জন।এ দুটি উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৮০টি। এর মধ্যে ৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এএস/জানুয়ারি ৫, ২০১৪)