কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-৩ (সদর) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোটগ্রহণ চলছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৮টায়।

কুষ্টিয়া-৩ সদর আসনে ভোটগ্রহণ শুরু হলেও শহরের প্রাণকেন্দ্র কুষ্টিয়া সরকারি কলেজ ও কোর্টপাড়ার সিরাজুল হক মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট শুরুর এক ঘণ্টা পরও উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের দেখা মেলেনি। সরকারি কলেজের মোট ১০টি বুথে ৪ হাজার ৩১১ ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত পুরুষ বুথে ৩ জন ভোটার ভোট প্রদান করলেও মহিলা ভোটারের কোনো দেখা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতিয়ার রহমান।

সিরাজুল হক মুসলিম হাইস্কুলে ১২টি বুথে ৪ হাজার ৯৪৩ জন ভোটারের মধ্যে একজন ভোটারও তাদের ভোটাধিকার প্রদান করতে যাননি বলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান।

এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও বিএনএফের প্রার্থী রাকিব উর রহমান খান চৌধুরী লিটন।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/জানুয়ারি ৫, ২০১৪)