যশোর সংবাদদাতা : যশোরের মনিরামপুরে ভোজগাতি ইউনিয়নের ৪টি ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিঁড়ে ফেলে ও ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবিরের ক্যাডাররা। তবে ওইসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়নি।

এ ছাড়া দুটি উপজেলার ১০টি ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানান, শনিবার রাত ২টার দিকে মনিরামপুরের ভোজগাতি ইউনিয়নের ৪টি  ভোটকেন্দ্রে জামায়াত-শিবির ক্যাডাররা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে এবং ব্যালট বাক্স পুড়িয়ে দেয়।

এ ছাড়া রাত ১টার দিকে ঝিকরগাছার ৬টি ও বাঘারপাড়ার ৪টি কেন্দ্রের বাইরে হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমীন বোমা বিস্ফোরণ ও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন। এ ছাড়া ওইসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/জেএম/এএস/জানুয়ারি ৫, ২০১৪)