সাতক্ষীরার ভোটগ্রহণ শুরু
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার দুটি আসনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। সাতক্ষীরা ২টি আসনে ২৭৭টি কেন্দ্রে এক হাজার ৪১২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার ২টি আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ৪৮৫ জন। জেলার দুটি আসনে প্রার্থী রয়েছেন ছয়জন।
সাতক্ষীরার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না। ভোর রাত থেকে ভিন্ন স্থানে শতাধিক ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জামায়াত-শিবির।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরা সদরের আলিপুর, শাখরা কোমরপুর, আগরদাড়িসহ কয়েটি স্থানে ফাঁকা গুলিবর্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/জানুয়ারি ৫, ২০১৪)