ঢাকা-৪ নির্বাচনী এলাকা
প্রথম ঘণ্টায় দুই কেন্দ্র ভোট পড়েছে ১৩০
কাওসার আজম, ঢাকা-৪ নির্বাচনী এলাকা থেকে : ঢাকা-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ড. আওলাদ হোসেনের নিজস্ব ২টি কেন্দ্র(পুরুষ) জুরাইন আদর্শ বালক-বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১৩০টি। এর মধ্যে ৩০ নম্বর কেন্দ্রে ৭৩টি এবং ৩১ নম্বর কেন্দ্রে ৫৭টি ভোট পড়েছে।
সকাল ১০টার পর এখানেই ভোট দেবেন ড. আওলাদ হোসেন। তিনি লড়ছেন হাতি মার্কা নিয়ে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪ এলাকার ভোটার না হওয়ায় তিনি ভোট দিতে পারছেন না। তিনি লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে।
কেন্দ্র দুটির মধ্যে ৩০ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৬৫টি এবং ৩১ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩০৯জন। ২টি কেন্দ্রে ৪টি করে মোট ৮টি বুথ রয়েছে।
৩০ নম্বর কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এবং ৩১ নম্বর কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ইঞ্জিনিয়ার আজিজুল হক বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে এ দুটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে কম।বাইরে ভোটারদের কোনো লাইনও নেই।
(দ্য রিপোর্ট/কেএ/এমডি/ জানুয়ারি ০৫, ২০১৪)