মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া ভোটকেন্দ্রের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ছাত্রদলকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে পুলিশ শিমুলিয়া গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মালেক পিপিএম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকালে শিমুলিয়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/জানুয়ারি ৫, ২০১৪)