বগুড়া সংবাদদাতা : বগুড়ার গাবতলী এলাকার ৭টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই এবং ৩টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া আরো ৫টি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ সময় ব্যালট পেপার না থাকা ও ভোটগ্রহণের পরিবেশ না থাকায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোর ৬টা থেকে ৭টার মধ্যে এ সব ঘটনা ঘটে।

এর মধ্যে রামেশ্বর ইউনিয়নে ৩টি, নাড়ুয়ামালা ইউনিয়নে ২টি, কাগাইল ইউনিয়নে ২টি কেন্দ্রে ব্যালট ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

গাবতলী পৌর এলাকায় গাবতলী মডেল থানাসংলগ্ন শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রের মুখে দুর্বৃত্তরা বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্রের ভয়ে কিছু বলতে পারেনি।

এ সম্পর্কে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ব্যালট পেপার ছিনতাই এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।

(দ্য রিপোর্ট/এএইচ/এএইচএ/এমডি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)