দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিম সকাল ১০টা ১০ মিনিটে নিজ ভোটকেন্দ্র ইসলামিয়া হাইস্কুল কেন্দ্রে ভোটপ্রদান করেছেন । তিনি ভোটপ্রদান করে সাংবাদিকদের বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটার উপস্থিতি ভালো। এখন উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনের একটি অভিযোগ প্রসঙ্গে হাজী সেলিম বলেন, ‘তিনি বড় নেতা। আমি অন্যায় না করলেও অভিযোগ করতে পারেন। তবে তিনি অন্যায় করলেও আমি কোনো অভিযোগ করতে পারি না।’

(দ্য রিপোর্ট/এইউই/এএইচএ/এমডি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)