লালমনিরহাটে যুবদল নেতা নিহত
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত যুবদল নেতা ফারুক হোসেন দ্বিতীয়বার হামলার শিকার হয়ে গত শনিবার রাতে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পাটগ্রাম উপজেলার সফিরহাট এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে স্থানীয় যুবদল নেতা ফারুক হোসেন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর নিয়ে যাওয়ার পথে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের লোকজন ফারুককে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নেয়। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে তার ওপর আবারো হামলা চালায় আওয়ামী লীগের লোকজন। প্রায় ৩ ঘণ্টা পর হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আবারও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার রাতে চিৎকিসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ তাপস সরকার দ্য রিপোর্টকে জানান, ফারুককে রংপুর নিয়ে যাওয়ার পথে বড়খাতা এলাকায় কতিপয় লোকজন বাধা দেয়। খবর পেয়ে তাকে আবারো রংপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল জামান ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/টিআই/এএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)