গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের হরিপুর রাজনগর কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছেনি।

যদিও নির্বাচন গ্রহণকারী কর্মকর্তারা ভোরেই ওই কেন্দ্রে নিজ দায়িত্ব পালনের লক্ষ্যে উপস্থিত হন। এ অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে কর্মকর্তারা উপজেলা সদরে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো নির্দেশনা পাননি।

হরিপুর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম মণ্ডল দ্য রিপোর্টকে বলেন, আমরা জানতে পেরেছি ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী পলাশবাড়ীতেই রয়েছে। এখনো ভোট শুরু করতে না পারায় কেন্দ্রেও ভোটাররা এসে ফিরে যাচ্ছেন।

(দ্য রিপোর্ট/ইউএস/এএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)