পটুয়াখালীতে ভোটকেন্দ্রের মাঠ থেকে ২২ ককটেল উদ্ধার
পটুয়াখালী সংবাদদাতা : ভোটগ্রহণের কিছুক্ষণ আগে পটুয়াখালীর খাসেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠ থেকে ২২টি তাজা ককটেল উদ্ধার করে র্যাব। পরে তারা ককটেলগুলো নিষ্ক্রিয় করে। সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জালাল আহমেদ দ্য রিপোর্টকে জানান, কেন্দ্রের ৬টি বুথে ৩ হাজার ৬৩টি ভোটের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩০টি ভোট পড়েছে।
(দ্য রিপোর্ট/এসএ/এএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)