দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানাধীন উত্তর কাফরুল এলাকা থেকে একজন জাল ভোটারকে আটক করে থানায় সোপর্দ করেছেন ম্যাজিস্ট্রেট। অন্যদিকে সাতক্ষীরায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার কারণে মজিবুর রহমান টুটুল নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘উত্তর কাফরুল সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একজন জাল ভোটারকে আটক করে ম্যাজিস্ট্রেট থানায় পাঠিয়ে দিয়েছেন। তবে তার নাম ঠিকানা এখনো জানা যায়নি।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমসি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)