দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. মো. আওলাদ হোসেন নতুন জুরাইন কে এম মাঈদ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের আশঙ্কা করছেন।

ড. মো. আওলাদ রবিবার দুপুরে অভিযোগ করে বলেন, ‘লাঙ্গল প্রতীকের সমর্থকরা এই কেন্দ্রে সশস্ত্র অবস্থান করছে। ফলে যে কোনো সময় সংঘর্ষ বাধতে পারে।

এ বিষয়ে এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ওয়াদুজ্জামান দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি।’

অন্যদিকে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সার্জেন্ট আলতাফ হোসেন বলেন, ‘কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।’

অন্যদিকে সকাল থেকে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। ভোটগ্রহণের প্রথম সোয়া তিন ঘণ্টায় এ কেন্দ্রে ৭৫টি ভোট পড়েছে। এখানে মোট ভোটার ৩৮৯২ জন।

ভোট কম পড়ার বিষয়ে মো. ওয়াদুজ্জামান বলেন, ‘এই কেন্দ্রটি নারী ভোটারদের জন্য। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে।’

(দ্য রিপোর্ট/এইউএ-এএইচ/এমসি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)