নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর দুটি আসনে ভোট শুরুর আগেই অর্ধশত কেন্দ্রে হামলা ও ব্যালট পেপারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় যৌথবাহিনীর গুলিতে দুই জামায়াতকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জাহাঙ্গীর আলম (৩৫) ও জলঢাকা উপজেলার কৈমারী বালাপাড়া গ্রামের মমতাজ উদ্দিন (৫০)। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার খালিশা চাপানী ব্যাপারীটোলা আলিম মাদ্রাসায় রবিবার ভোররাতে হামলা চালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গুলি ছুড়ে। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা জামায়াতকর্মী যৌথবাহিনীর গুলিতে মারা যান।

জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ব্যাপারীটোলা আলিম মাদ্রাসা, সাতজান দ্বিমুখী উচ্চবিদ্যালয়, আকাশকুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়, আকাশকুড়ি প্রাথমিক বিদ্যালয়, ছাতুনামা ভেণ্ডাবাড়ী প্রাথমিক বিদ্যালয়, নোটাবাড়ী প্রাথমিক বিদ্যালয়, নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোমার উপজেলার ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়, ডোমার সরকারি কলেজ, বড়গাছা ভোটকেন্দ্রে, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার অর্ধশত ভোটকেন্দ্রে রবিবার গভীররাতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ব্যালট পেপার ও ব্যালট বাক্স আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর র‌্যাব ও পুলিশের অতিরিক্ত টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাকির হোসেন দ্য রিপোর্টকে জানান, ভোটের মালামাল খোয়া গেছে। নির্বাচন কমিশনে জানানো হয়েছে, যেভাবে সিদ্ধান্ত আসবে সেভাবে কাজ হবে।

এদিকে পুলিশের গুলিতে নীলফামারীর জলঢাকায় মমতাজ উদ্দিন (৫০) নামে জামায়াতের আরও এক কর্মী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে কৈমারী বালাপাড়া কাচারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ দ্য রিপোর্টকে জানায়, জামায়াত-শিবিরকর্মীরা ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করার চেষ্টাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জামায়াতকর্মী নিহত হন। নিহত মমতাজ কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা দাখিল মাদ্রাসার শিক্ষক।

(দ্য রিপোর্ট/এসএ/এএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)