দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার ৩৪ জন সংবাদকর্মী ও পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। এদের মধ্যে ৩০ জন সংবাদকর্মী ও ৪ জন পর্যবেক্ষক রয়েছেন।

রবিবার নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যেসব সংবাদকর্মী বাংলাদেশে এসেছেন তাদের মধ্যে বিট্রিশ ব্রডকাস্ট কর্পোরেশনের (বিবিসি) পাঁচজন, রয়টার্সের তিনজন, নিউইয়র্ক টাইমসের একজন, তুর্কির আনাদুউ এজেন্সির একজন, ভয়েস অব আমেরিকার (ভোয়া) একজন বাংলাদেশ প্রতিনিধি, কলকাতার আজকাল পাবলিশার্সের একজন, জার্মানির ডিপিএর একজন, এনএসকে টিউর তিনজন, সিংহ নিউজ এজেন্সির একজন, আল জাজিরার একজন ও বাংলাদেশি পাঁচজন প্রতিনিধি ছাড়াও বিদেশি তিনজন, জার্মানির এআরডি টিভির তিনজন এবং চীনের জিনহুয়ার একজন প্রতিনিধি।

উল্লেখিত সংস্থাগুলোর সংবাদকর্মী ও পর্যবেক্ষকরা নির্বাচন কমিশন থেকে কার্ড সংগ্রহ করেছেন উল্লেখ করে কমিশন জানায়, ৪ জন বিদেশি পর্যবেক্ষক ও দেশীয় ১ হাজার ২৫০ জন পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

দ্য রিপোর্ট/আরএইচ/এস আর/এমডি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪