রাজধানীতে পুলিশের সামনেই ঘটছে ককটেল বিস্ফোরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকা, মিরপুর ও খিলগাঁও এলাকায় রবিবার সকাল থেকেই বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রের সামনে পুলিশের উপস্থিতিতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
ভোটকেন্দ্রে ভোটাররা আসতে ভয় পাচ্ছেন এবং তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ কারণেই ভোটার উপস্থিতি কম বলে দ্য রিপোর্টের একাধিক প্রতিবেদক জানিয়েছেন।
মিরপুর ১২ এর রূপনগর আবাসিক উচ্চ বিদ্যালয়ের সামনে সকাল ১১টা ৫০ মিনিটে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
সকাল ১১টা ২০ মিনিটে খিলগাঁও থানাধীন অন্বেষা হাইস্কুলের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে পুলিশ। তবে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমার এলাকায় কোনো ককটেল বিস্ফোরণ ঘটেনি এবং কাউকে আটকও করা হয়নি।’
নয়াবাজার মিল্লাত স্কুলের সামনে সকাল ১১টায় ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় সিদ্দিকবাজার হাইস্কুলের সামনে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এদিকে সকাল ১০টার দিকে দনিয়া এ কে হাইস্কুলের সামনে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
পুরান ঢাকায় (ঢাকা-৭ আসন) কয়েকটি ভোটকেন্দ্রের আশপাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে রবিবার সকাল পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিককে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এদিকে চানখারপুল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
শ্যামপুর থানাধীন আওলাদ হোসেন রোডে সকাল পৌনে ১১টার দিকে ২টি ককটেল বিস্ফোরণ ঘটে।
সাড়ে ৯টার দিকে এস কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতেই পর পর ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে সকাল ৬টার পর থেকেই ঢাকা-৭ আসনের কয়েকটি ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, রহমতগঞ্জ কলেজ, বকশীবাজার ড. শহীদুল্লাহ কলেজ ও আশরাফ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে এ সব ককটেল বিস্ফোরণ ঘটে।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে কয়েক দুর্বৃত্ত চানখারপুল এলাকায় দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।’
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকিন দ্য রিপোর্টকে বলেন, ‘ভোটকেন্দ্রের আশপাশে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
(দ্য রিপোর্ট/এএইচএ-কেজেএন-এনইউডি/এমসি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)