মৌলভীবাজারে পুলিশ-আনসারসহ আহত ৩, আটক ২
মৌলভীবাজার সংবাদদাতা : ভোটগ্রহণ চলাকালে মৌলভীবাজারের বড়লেখা-১ আসনের কাঁঠালতলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলায় পুলিশ-আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছেন।
আহতরা হলেন- পুলিশ কনস্টেবল আনোয়ার, আনসার মনসুর মিয়াসহ এক ভোটার। আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আটকদের নাম জানা যায়নি।
মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আলমগীর হোসেন দ্য রিপোর্টকে জানান, ভোটগ্রহণ চলাকালে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ১৮ দলের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা একটি শর্টগান ছিনিয়ে নিলেও কিছুক্ষণ পর তা উদ্ধার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/টিএফ/এফএস/জানুয়ারি ০৫, ২০১৪)