ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্যাপক ভোট কারচুপির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জেপি মনোনীত প্রার্থী ডা. মো. ফরিদ আহমেদ নির্বাচন বর্জন করেছেন। শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে রবিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে। এর প্রতিবাদে তিনি ওই কেন্দ্রে দাঁড়িয়েই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ডা. ফরিদ আহমেদ অভিযোগ করে দ্য রিপোর্টকে বলেন, ভোট কারচুপির একটা সীমা আছে। যেভাবে কেন্দ্রে সিল মারা হচ্ছে তা ভাবা যায় না। আমি কয়েকটি কেন্দ্র ঘুরে সিল মারার মহোৎসব দেখেছি। প্রত্যেক কেন্দ্র থেকে আমার এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এএস/এএল/জানুয়ারি ৫, ২০১৪)