লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত, গুলিবিদ্ধ ১০
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও পেপার ছিনতাইকালে পুলিশের গুলিতে শিবিরকর্মী মো. রুবেল (২২) নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় লামচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, রামগঞ্জ থানা পুলিশের এসআই মো. ফরহাদ হোসেনসহ ১০ জন গুরুতর আহত হন। তাদের রামগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম খান জানান, দুপুরে ১৮ দলীয় জোটের ১৫-২০ নেতাকর্মী ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রোলবোমা ছোড়ে। এক পর্যায়ে রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
সংঘর্ষে রামগঞ্জ থানা পুলিশের এসআই মো. ফরহাদ হোসেনসহ ১০ জন আহত হয় বলেও জানান তিনি।
রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান অভিযোগ করে বলেন, পুলিশের গুলিতে শিবিরকর্মী রুবেল নিহত হন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ তাদের ৫-৮ জন নেতাকর্মী আহত হন।
(দ্য রিপোর্ট/এমএনইউ/এমএআর/জানুয়ারি ০৫, ২০১৩)