সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী আমেজ দেখা গেছে। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সহিদুর রহমান সহিদের নিজস্ব কেন্দ্র এটি।

ঢাকা-৬ আসনের ৯৮টি কেন্দ্রের মধ্যে শুধু এই কেন্দ্রেই রয়েছে নির্বাচনী আমেজ। নারী ভোটারদেরও উপস্থিতি এখানে বেশি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৯৩০ জন।

সকাল থেকেই এই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে নারী ভোটারদের ভোট দিতে দেখা গেছে ।

গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ারুল রশিদ দ্য রিপোর্টকে বলেন, এখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। পরিস্থিতি স্বাভাবিক। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এসএ/এএইচএস/এমডি/এএল/জানুয়ারি ৫, ২০১৪)