লক্ষ্মীপুরে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে রোববার সকাল ১১টায় স্বতন্ত্র দুই প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট একেএম শরীফ উদ্দিন পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর হরিণ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. নূরউদ্দিন বলেন, সরকারি দলের প্রার্থীর পক্ষে কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক জালভোট প্রদান, হরিণ ও ফুটবল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়ম এবং ভোট কারচুপির অভিযোগে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, নৌকার লোকজন কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় তার ওপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করে।
অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট একেএম শরীফ উদ্দিনও তার ভোট বর্জনের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে সরকারি দলের নৌকার লোকজন তার ফুটবল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে জালভোট প্রদানসহ ভোট কারচুপি করতে থাকে। জেলা রিটার্নিং অফিসারকে এ সব উল্লেখ করে লিখিতভাবে জানিয়ে তিনি নির্বাচন বর্জন করেছেন।
(দ্য রিপোর্ট/এএস/শাহ/এএল/জানুয়ারি ৫, ২০১৪)