এস এম সাকিল আহমেদ, দ্য রিপোর্ট : দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। লোক সমাগম একেবারেই কম ভোটকেন্দ্রগুলোতে। ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মাঠের মধ্যে ২৫-৩০ জন তরুণ ভোটার লাইনে দাঁড়িয়ে। কিন্তু কেউই ভোট দিতে যাচ্ছে না। মহিলাদের লাইনেও একই অবস্থা।

ঢাকা-১৫ আসনের ৮৮ থেকে ৯৭নং কেন্দ্র মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে থাকাদের বেশিরভাগই অল্প বয়সী। একই সঙ্গে কারো কাছে নেই জাতীয় পরিচয়পত্র। এমনকি কেউই জানে না তদের ভোটার নম্বর বা সিরিয়াল নম্বর।

জানতে চাইলে প্রতিবেদককে লিটন, রানা (গার্মেন্টকর্মী) সুমন জানান, আমাদের আইডি কার্ডের সঙ্গে এখানের ভোটার নম্বর মিলছে না। তাই আমরা সবাই আমাদের আইডি কার্ড এক বড় ভাইয়ের কাছে দিয়েছি। কি সমস্যা আছে তা ঠিক করার জন্য। তবে সকাল থেকে তারা সবাই দাঁড়িয়ে আছে লাইনে।

এ ছাড়া মিরপুর প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস টেনে অধ্যায়নরত রাজ তার বয়স ১৭ বছর দাবি করে বলেন, ‘আমার আইডি কার্ড নেই।’ এখানে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এক ভাই আমাকে নিয়ে এসেছে।’

আইডি কার্ড ছাড়া তারা কেন্দ্রে কিভাবে ঢুকল? জানতে চাইলে প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দায়িত্ব হলো কেউ ভোট দিতে বুথে ঢোকার পর তাদের তথ্য ঠিক আছে কিনা, সেটা পরীক্ষা করে ভোটগ্রহণ করা। আমরা সেটা করছি। কারা কিভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করল সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয়।’

তবে আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, আতাহার হোসেন নামের পুলিশের এক এসআই বলেন, ‘এই স্কুলের মধ্যে মোট ১০টি কেন্দ্র আছে। প্রত্যেকটি কেন্দ্রের জন্য একজন করে এসআই আছে। যেখানে সমস্যা দেখেছেন সেটা আমার দায়িত্বে না।’ তিনি এই দশটি কেন্দ্রের পুলিশের সমন্বয়কারী কে সেটাও জানাতে পারেননি।

সকাল ১১টার কিছু পর মিরপুর জোনের ডিসি ইমতিয়াজ আহমেদ কেন্দ্র পরিদর্শনে এলে লাইনে দাঁড়ানো এই তরুণদের আর দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা বাইরের লোকজন সব বের করে দেব। এখন থেকে এ সব বন্ধ হয়ে যাবে।’ এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ডিসি বলেন, ‘প্রবেশের দুটি গেটে ভোটার চেক করার জন্য ফোর্স বসানো হবে।’ তবে তিনি আদেশ দেওয়ার পরও বাস্তবায়ন হয়নি।

(দ্যরিপোর্ট/এসএ/এমসি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)