কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার জেলার টেকনাফের অলিবাদ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিন ঘণ্টায় মাত্র দশটি ভোট পড়েছে। রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোট দিতে কেউ কেন্দ্রে আসেননি।

সকাল ১১টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ১০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ছাড়া আর কাউকে দেখা যায়নি। এখানে প্রার্থী আওয়ামী লীগের আবদুর রহমান বদি নৌকা প্রতীকে ও জাতীয় পার্টির তাহা ইয়াহিয়া লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট না পাড়ার বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল আল মামুন বলেন, সকাল ও শীত, এ কারণে ভোটার আসেননি। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যাও বাড়বে।

কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট ছাড়া লাঙ্গলের কোনো এজেন্ট দেখা যায়নি। এ ছাড়া আরও তিনটি কেন্দ্রে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি।

ইয়াহিয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী বদির লোকজন তার এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন।

সরেজমিন কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। ফাঁকা রয়েছে কেন্দ্রগুলো। ভোটগ্রহণকারীরা অলস সময় কাটাচ্ছেন। দলের নেতাকর্মী ছাড়া ভোটার নেই। অনেক জায়গায় ভোটার সেজে সরকার সমর্থকদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

(দ্য রিপোর্ট/আইকে/এফএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)