বগুড়া সংবাদদাতা : বগুড়ার গাবতলীতে কয়েকটি ইউনিয়নের ২৫ ভোটকেন্দ্রে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মডেল থানার সঙ্গে ভোটকেন্দ্রসহ ১২ কেন্দ্রের ব্যালেট পেপার এবং বাক্স ছিনতাই হয়েছে। কদমতলী উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার, আনসার ও পুলিশ সদস্যরা প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিজিবি ও সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর উপজেলার ১৫টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। রবিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। থানায় হামলার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়েছেন তিনজন। আহতদের পরিচয় জানা যায়নি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক খান এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/জানুয়ারি ৫, ২০১৪)