স্থগিত ৭ কেন্দ্রে ফের ভোটগ্রহণ শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক : স্থগিত হওয়া ৭টি কেন্দ্রে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। এগুলো হলো- রংপুরের ৬টি ও লালমনিরহাটের একটি কেন্দ্র। তবে কেন্দ্রগুলোর নম্বর জানা যায়নি।
ব্যালট পেপার ছিনতাই ও ভোট কেন্দ্রে আগুন দেওয়া রবিবার সকালে কেন্দ্রগুলোর নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্থগিত এসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএস/আরএইচ/এসআর/এমডি/এএল/জানুয়ারি ৫, ২০১৪)