গাইবান্ধা সংবাদদাতা : অব্যাহত গোলযোগ, কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাই, নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পৌঁছতে না পারায় গাইবান্ধা জেলার ৪৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে রবিবার দুপুর ১টা পর্যন্ত ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন দ্য রিপোর্টকে জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

গাইবান্ধা জেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, গোবিন্দগঞ্জে ৪০, সুন্দরগঞ্জে ৪, সদরে ২, সাদুল্লাপুরে ২১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। জেলার ৪৬৫ ভোটকেন্দ্রের মধ্যে বন্ধগুলো ছাড়া বাকি ভোটকেন্দ্রে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি তেমনভাবে লক্ষ্য করা যায়নি। ভোটকেন্দ্রে যেতে না পেরে দুপুর ১টা পর্যন্ত বেশকিছু কেন্দ্রের পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসারকে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে দেখা গেছে।

পলাশবাড়ীতে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ১৮ দলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ ঘটে। এতে পুলিশ গুলি চালালে ৫ জন গুলিবিদ্ধ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।

(দ্য রিপোর্ট/ইউএস/এএস/জানুয়ারি ৫, ২০১৪)