৫ ঘন্টায় ভোট গ্রহণ ৭.৪ শতাংশ
এস এম সাকিল আহমেদ, দ্য রিপোর্ট : দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। দুপুর ১টা পর্যন্ত ৫ ঘণ্টায় ৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যার ৭.৪ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
এ চিত্র ঢাকা-১৫ আসনের মনিপুর স্কুলের ৩ নম্বর শাখার ৭৮,৭৯,৮০ ও ৮১ নম্বর কেন্দ্রের।
খোঁজ নিয়ে দেখা গেছে, ৭৮ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০৫৭ জন, মোট ভোট গ্রহণ হয়েছে ১৫৭ জনের। ৭৯ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০৬১ জন, ভোট গ্রহণ হয়েছে ২৪৫ জনের। এখানে একটি বুথে কোন ভোট পড়েনি। ৮০ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২২২৮ জন, ভোট গ্রহণ হয়েছে ২৮১ জনের। আর ৮১ নম্বর মহিলা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১০৫ জন, অপরপক্ষে গ্রহণ হয়েছে ৮৫ জনের।
সর্বমোট এ চারটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০৩৫০। আর গ্রহণ হয়েছে ৭৭৮ জনের।
(দ্য রিপোর্ট/এসএ/এমডি/জানুয়ারি ০৫, ২০১৪)